সুপার কম্পিউটার কি? সুপার কম্পিউটারের ইতিহাস এবং বৈশিষ্ট্য
সুপার কম্পিউটার কি? সুপার কম্পিউটারের ইতিহাস এবং বৈশিষ্ট্য
computer কি সেটা আমরা কমবেশি প্রায় প্রত্যেকেই জানি। তবে কম্পিউটারের বিভিন্ন ভাগের মধ্যে একটি ভাগ হচ্ছে সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটারের নাম আমরা অনেকেই শুনিনি। সুপার কম্পিউটার সম্পর্কে আমাদের তেমন একটা ধারণা নেই। আমরা প্রতিনিয়ত যেসব কম্পিউটার ব্যবহার করি সেগুলো হচ্ছে সাধারণ কম্পিউটার। সুপার কম্পিউটার হচ্ছে অতি দ্রুত কাজ করতে সক্ষম এবং ব্যয়বহুল একটি কম্পিউটার।
আরও পড়ুন: ডিজিটাল কম্পিউটার কি?
আপনার যদি সুপার কম্পিউটার সম্পর্কে তেমন একটি ধারণা না থেকে থাকে তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। আজকের এই ব্লগ পোস্ট থেকে আপনারা জানতে পারবেন সুপার কম্পিউটার কি, সুপার কম্পিউটার কাকে বলে, সুপার কম্পিউটারের আবিষ্কারক এবং সুপার কম্পিউটারের ইতিহাস ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হবে। তাহলে চলুন সুপার কম্পিউটার বলতে কি বোঝায় সেটি আগে জেনে নেওয়া যাক।
সুপার কম্পিউটার (what is Super computer)
super computer হচ্ছে অনেক দ্রুত গতি সম্পন্ন এবং ব্যয়বহুল একটি কম্পিউটার। সুপার কম্পিউটার হচ্ছে বিশ্বের সবথেকে powerful কম্পিউটার।সুপার কম্পিউটার সাধারণ কোন কাজে ব্যবহার করা হয় না। এটি ব্যবহার করা হয় অনেক জটিল এবং কঠিন কাজের জন্য। বিশেষ করে বৈজ্ঞানিক গবেষণা এবং প্রশাসনিক কর্মকান্ড পরিচালনা কাজের জন্য এ ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে।
এই কম্পিউটার আকারে অনেক বড় হয়ে থাকে এবং একই সঙ্গে অনেক মানুষ এই কম্পিউটারের কাজ করতে পারে। সুপার কম্পিউটারে অনেকগুলো কাজ একসাথে করা যায় অর্থাৎ multiple কাজ একই সঙ্গে দ্রুত গতিতে করা সম্ভব এই সুপার কম্পিউটার দিয়ে।
একটি সুপার কম্পিউটারে কয়েক হাজার পর্যন্ত প্রসেসর থাকে। যা প্রীতি সেকেন্ডে কোটি কোটি এবং ট্রিলিয়ন গণনা করতে পারে। আবার কিছু সুপার কম্পিউটার রয়েছে যেগুলো ১০০ কোয়াড্রিলিয়ন (FLOPS) পর্যন্ত পারফর্ম করতে পারে।
সুপার কম্পিউটার কাকে বলে
সুপার কম্পিউটার বলতে যে কম্পিউটার দিয়ে বিশাল পরিমাপ ডেটাবেজ (database) পরিচালনা করা যায় এবং একই সাথে প্রচুর পরিমাণে গণনা কাজ করা যায় সেই সাথে অনেকগুলো কাজ দ্রুত তার সাথে করতে পারে এমন কম্পিউটার কে সুপার কম্পিউটার বলা হয়।
super computer এর উদাহরণ
সুপার কম্পিউটার তৈরি করে যেসব কোম্পানি তার মধ্যে জনপ্রিয় কিছু কোম্পানির নাম হলো ( Lenovo, IBM, Dell) ইত্যাদি। সুপার কম্পিউটারের উদাহরণস্বরূপ কিছু সুপার কম্পিউটারের নাম দেওয়া হল - MDGRAPE-3, Belle, Gravity Pipe, Deep Blue ইত্যাদি।
সুপার কম্পিউটারের আবিষ্কার এবং ইতিহাস (History of super computer)
super computer এর আবির্ভাব ঘটে ১৯৬০ দশকের দিকে। ১৯৬৪ সালে সর্বপ্রথম বিশ্বের প্রথম সুপার কম্পিউটার CDC 6600 তৈরি করা হয়েছিল। এই সুপার কম্পিউটারে vacuum tube এর পরিবর্তে transistor ব্যবহার করা হয়েছিল। সর্বপ্রথম সুপার কম্পিউটার আবিষ্কার করেন Seymour Cray ও Boris Babayan.
আরও পড়ুন: ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্য এবং সুবিধা ও অসুবিধা
এরপর চীনের প্যারালাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির জাতীয় গবেষণা কেন্দ্র দারা তৈরি করা হয়েছিল Sunway Taihulight supercomputer. যেটি বিশ্বের সবচেয়ে দ্রুততম সুপার কম্পিউটার ছিল। বর্তমান সময়ে উন্নতি প্রযুক্তির যুগে প্রায় প্রত্যেকটি দেশে সুপার কম্পিউটার রয়েছে।
সুপার কম্পিউটারের বৈশিষ্ট্য
সুপার কম্পিউটার শব্দটির মাধ্যমেই বোঝা যায় এ কম্পিউটারের গতি এবং কার্যক্রম কেমন হবে।আমরা যেসব কম্পিউটার ব্যবহার করি সেসব কম্পিউটারে একটি মাত্র প্রসেসর থাকে। তবে সুপার কম্পিউটার তৈরির প্রথম দশকে কয়েকটি প্রসেসর ব্যবহার করা হলেও এক দশক পড়ে তা হাজারে পৌঁছায়। বর্তমান সময়ে সুপার কম্পিউটারে কয়েক লক্ষ পর্যন্ত প্রসেসর ব্যবহার করা হয়। যা এ কম্পিউটারকে অনেক বেশি গতি এবং একসাথে অনেক ধরনের কাজ করার সক্ষমতা প্রদান করে।
শুধু যে গতি তা নয় এই কম্পিউটার দিয়ে অনেক বড় কঠিন হিসাব এবং বিশাল বিশাল বড় ডাটাবেজ পরিচালনা করা যায়। এই কম্পিউটার দিয়ে একটি পুরো প্রতিষ্ঠানের সকল কর্মী পরিচালনা করা যায়। বিশ্বের বড় বড় কোম্পানি বা প্রতিষ্ঠানের এসব কম্পিউটার প্রয়োজন হয়ে থাকে।
সুপার কম্পিউটারে কিছু বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো -
সুপার কম্পিউটারে প্রচুর পরিমাণে (cpu) প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে।
এই কম্পিউটার দ্রুত তথ্য প্রসেসিং করতে সক্ষম।
একটি সুপার কম্পিউটারে প্রচুর পরিমাণে মেমোরি ব্যবহার করা হয়।
এই কম্পিউটারে 64 bit বা তার থেকেও বেশি মাইক্রোপ্রসেসর এর চিপ ব্যবহার করা হয়।
এই কম্পিউটার পরিচালনা করা হয় বিশেষ অপারেটিং সিস্টেম ব্যবহার করে।
এই কম্পিউটার হল সবচেয়ে ব্যয়বহুল এবং শক্তিশালী কম্পিউটার।
এই কম্পিউটার আকারে অনেক বড় হয়ে থাকে। এ কম্পিউটার রাখার জন্য একটি বড় রুমের প্রয়োজন হয়।
সুপার কম্পিউটার মহাকাশ অনুসন্ধান অর্থাৎ মহাকাশ গবেষণা সহ বিভিন্ন গবেষণা এবং জটিল ও কঠিন কাজের জন্য ব্যবহার করা হয়।
এ কম্পিউটার সামরিক গবেষণার কাজে ব্যবহার করা হয়।
এ কম্পিউটার গুলো সাধারণ কম্পিউটারের থেকে অনেক বেশি গণনা করতে পারে। সুপার কম্পিউটার গুলো প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ বা কোটি কোটি গণনা করতে সক্ষম।
একই সাথে অনেক ব্যক্তি সুপার কম্পিউটার এক্সেস করতে পারে।
এ কম্পিউটারে ডেটা স্টোরেজ ক্যাপাসিটি সবথেকে বেশি।
সুপার কম্পিউটারের ব্যবহার
নিচে সুপার কম্পিউটারে ব্যবহার সংক্ষেপে আলোচনা করা হলো।
সুপার কম্পিউটারে Decrypting password এর মাধ্যমে সুরক্ষা প্রদান করা হয়ে থাকে। সাধারণ কম্পিউটারের থেকে একটি সুপার কম্পিউটারের শক্তি ও কার্যক্ষমতা অনেক বেশি হয়ে থাকে। যার ফলে দ্রুত তথ্য প্রসেসিং এবং একসাথে অনেকগুলো কাজ করা যায় সেই সাথে জটিল ও কঠিন কাজ ও অল্প সময়ের মধ্যে করা সম্ভব এই কম্পিউটার দিয়ে।
বিভিন্ন ধরনের রিসার্চ এবং আবিষ্কারের ক্ষেত্রে সুপার কম্পিউটার গুলো ব্যবহার করা হয়ে থাকে।
সুপার কম্পিউটারের সুবিধা ও অসুবিধা
প্রতিটি জিনিসের মতই সুপার কম্পিউটারের কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। নিচে সুপার কম্পিউটারের সুবিধা এবং অসুবিধে নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
সুপার কম্পিউটারের সুবিধা সমূহ
সুপার কম্পিউটারে অনেকগুলো সুবিধা রয়েছে। নিম্নে সুপার কম্পিউটারের সুবিধা গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
সুপার কম্পিউটার দিয়ে অনেক জটিল এবং কঠিন কাজ গুলো খুব সহজে করে ফেলা যায়।
সুপার কম্পিউটারে অনেকগুলো প্রসেসর লাগানো থাকে যার ফলে সাধারণ কম্পিউটার থেকে সুপার কম্পিউটার গুলো দ্রুত খাওয়া সম্পাদন করতে পারে।
সুপার কম্পিউটার বিভিন্ন গবেষণামূলক কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে।
সুপার কম্পিউটারে একই সাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে।
সুপার কম্পিউটার অনেক দ্রুত এবং অনেকগুলো কাজ একসাথে করতে পারে।
আরও পড়ুন: হাইব্রিড কম্পিউটার কি? হাইব্রিড কম্পিউটারের বৈশিষ্ট্য এবং কার্যাবলী
সুপার কম্পিউটারে অসুবিধা সমূহ
নিম্নে সুপার কম্পিউটারের কিছু অসুবিধা সমূহ নিয়ে আলোচনা করা হলো -
সুপার কম্পিউটার অনেক ব্যয়বহুল এবং এই কম্পিউটারের দাম অনেক বেশি।
সুপার কম্পিউটার সাধারণ কম্পিউটার গুলি থেকে অনেক বড় হয়ে থাকে। যার ফলে এটিকে রাখার জন্য একটি বড় রুমের প্রয়োজন হয়।
সুপার কম্পিউটার সবাই চালাতে পারে না। এটি পরিচালনা করার জন্য প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন হয়।
এই কম্পিউটার প্রচুর পরিমাণে প্রসেসিং এবং ডিভাইসের লোডের কারনে খুব দ্রুত গরম হয়ে যায়।
এই কম্পিউটার চালানোর জন্য অনেক বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হয়।
সুপার কম্পিউটারের দাম / super computer price in bangladesh
সাধারণ কম্পিউটার গুলোর থেকে সুপার কম্পিউটারের দাম অনেক বেশি হয়ে থাকে। একটি সুপার কম্পিউটারের দাম ৫ লাখ ডলার থেকে ২০০ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। তাই এগুলো বৈজ্ঞানিক গবেষণা প্রকৌশলী ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের চিকিৎসা গবেষণায় সহ আরো অনেক জটিল ও কঠিন কাজগুলোর জন্য এসব কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে।
জেনে রাখা ভালো
বিশ্বের প্রথম সুপার কম্পিউটারের নাম CDC 6600.এটি তৈরি করা হয়েছিল ১৯৬৪ সালে।
বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার Frontier.
super computer আবিষ্কার করেন Seymour cray ও Babayan.
ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম পরম 8000
আশা করি, উপরোক্ত আলোচনা থেকে আমরা আপনাদের বুঝাতে সক্ষম হয়েছি সুপার কম্পিউটারে বিভিন্ন আনুষঙ্গিক বিষয় নিয়ে। যেমন সুপার কম্পিউটার কি, সুপার কম্পিউটার কিভাবে আবিষ্কার হয়েছিল এবং কে আবিষ্কার করেছিল, সুপার কম্পিউটারের বৈশিষ্ট্য, সুপার কম্পিউটারের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা পরিচালনা করা হয়েছে। এ থেকে আপনারা সুপার কম্পিউটার সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা পেয়েছেন আশা করি। আমাদের সম্পূর্ণ ব্লক পোষ্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।