পুরাতন ফেসবুক আইডি কিভাবে ফিরে পাব--Find old facebook account


পুরাতন ফেসবুক আইডি কিভাবে ফিরে পাব--Find old facebook account



 আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের অনেক পুরাতন আইডি রয়েছে। কিন্তু বহুদিন ব্যবহার না করার ফলে পাসওয়ার্ড মনে নেই। পাসওয়ার্ড মনে না থাকার কারণে আমরা সেই পুরাতন ফেসবুক  আইডি লগইন করে চালাতে পারি না। কারন আমরা জানি ফেসবুক লগইন করার জন্য পাসওয়ার্ড এর প্রয়োজন হয়। আবার দেখা যায় আমাদের আইডি টি ও আমরা ভুলে যাই।  তো সেই ফেসবুক আইডির পাসওয়ার্ড ও ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় সম্পর্কে আজকে আমাদের এই আলোচনা। 






অনেকের ওই পুরাতন ফেসবুক আইডি রয়েছে যেগুলোতে অনেক ধরনের মেসেজ ছবি অথবা বিভিন্ন ধরনের ইনফরমেশন রয়েছে। পাসওয়ার্ড মনে না থাকার কারণে বা আইডি মনে না থাকার কারণে  আমরা সেই ফেসবুক আইডি ওপেন করতে পারিনা। যার ফলে আমরা অনেকেই google এ এসে এবং ইউটিউবে সার্চ করে থাকি কিভাবে পুরাতন ফেসবুক আইডি ফিরে পাওয়া যায়। তো যাই হোক আর কথা না বাড়িয়ে অনুগ্রহপূর্বক সম্পূর্ণ পোস্টটি পড়ুন এবং জেনে নিন কিভাবে পুরাতন ফেসবুক আইডি বের করা যায় এবং এর  সকল তথ্য। 





পুরাতন ফেসবুক আইডি 



পুরাতন ফেসবুক আইডি হচ্ছে সেই আইডি যেটি দীর্ঘদিন আগে তৈরি করা হয়েছিল। বর্তমান সময়ে ফেসবুকে জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের সকলেরই ফেসবুকে আইডি রয়েছে। কারো আইডি পুরাতন এবং কারো আইডি নতুন। 







পুরাতন ফেসবুক আইডি বলতে বহুদিন আগে তৈরি করা ফেসবুক আইডি কে বুঝানো হয়ে থাকে। এই পুরাতন আইডিতে বিভিন্ন ধরনের ছবি ইনফরমেশন এবং টেক্সট মেসেজ ইত্যাদি থাকে। যেগুলো আমাদের অনেক সময় প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ হতে পারে। তাই এই পুরাতন ফেসবুক আইডি অবহেলা করা বা তুচ্ছ করার কোন বিষয় না। 







অনেক সময় এমনও দেখা যায় যে আমাদের একই ব্যক্তির একাধিক ফেসবুক আইডি থাকে। আমরা বিভিন্ন কারণে একাধিক ফেসবুক আইডি খুলে থাকি। যার ফলে অনেক সময় আমাদের অধিকাংশ ফেসবুক আইডির পাসওয়ার্ড মনে থাকে না বা আইডি মনে থাকে না। আর পাসওয়ার্ড বা আইডি মনে না থাকার কারণে আমরা পুরাতন আইডিগুলোতে লগইন করতে পারিনি। 




আমার ফেসবুক আইডি 



অনেক সময় দেখা যায় একজন ব্যক্তির একাধিক আইডি থাকার ফলে তারা ভুলে যায় কোন আইডি আমার। অনেক সময় আমাদের মনে থাকে না আমাদের কোন কোন নামে ফেসবুক আইডি খোলা রয়েছে। এমন যদি হয়ে থাকে যে আপনার ফেসবুক আইডি কি নাম দিয়ে খোলা আছে সেটি জানা নেই,সে ক্ষেত্রে কিছু পথ অবলম্বন করে আমরা আমাদের আইডি সনাক্ত করতে পারি। 




আমার ফেসবুক আইডি খুঁজে বের করার জন্য আমাদের এতোটুকু মনে রাখতে হবে যে কোন নাম্বার বা ইমেইল দিয়ে আমাদের ফেসবুক আইডিটি খোলা হয়েছিল। যদি আমরা সেই ফেসবুক আইডি খোলার নাম্বার বা ইমেইল টি মনে রাখতে পারি তাহলে আমরা আমাদের ফেসবুক আইডিটি ফিরে পেতে পারি। 





পুরাতন ফেসবুক আইডি ফিরে পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের আমার ফেসবুক আইডি কোনটি সেটি বের করে নিতে হবে। সেটি বের করার জন্য আমাদের ফোন নাম্বার দিয়ে দেখতে হবে আমাদের কোন আইডিটি  আমার। একই নাম্বার দিয়ে যদি একাধিক ফেসবুক আইডি খোলা থাকে তাহলে সব আইডিগুলি সেখানে আমরা দেখতে পারব। সেখান থেকে আমরা আমাদের আইডিটি শনাক্ত করে নিব। 





পুরাতন ফেসবুক আইডি কিভাবে ফিরে পাব 



যারা কিনা তাদের পুরাতন ফেসবুক আইডিতে ঢুকতে পারছেন না, কিন্তু অন্য ফেসবুক আইডিতে সেই আইডির প্রোফাইল দেখতে পাচ্ছেন এমন পুরাতন আইডি কিভাবে ফিরে পাবেন তা নিয়ে থাকছে বিস্তারিত। অনেকের এমন  ও হয়ে থাকে যে বহুদিন আগে আপনার একটি ফেসবুক একাউন্ট তৈরি করা ছিল। কিন্তু আপনার আইডিটি সেই ডিভাইস থেকে লগ আউট হয়ে গেছে। কিংবা ডিভাইসটি আপনার কাছে না থাকার কারণে অন্য কোন ডিভাইসে  আপনি আপনার ফেসবুক আইডিটি লগইন করতে চাচ্ছেন। 






এমন অবস্থায় আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি মনে নেই সেক্ষেত্রে আপনি কিছু উপায় অবলম্বন করে সেই পুরনো ফেসবুক আইডিটি ফিরে পেতে পারেন। ইতিমধ্যে উপরে আমরা হালকা কিছু আলোচনা করেছি কিভাবে ফেসবুক একাউন্ট ফিরে পেতে পারেন।





পুরনো ফেসবুক আইডিটি ফিরে পাওয়ার জন্য আপনার সেই ফেসবুক আইডিটি খোলার সময় যে জিমেইল বা মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছিল সে মোবাইল নাম্বার অথবা gmail আপনার মনে থাকতে হবে। অন্যথায় আপনি আপনার ফেসবুক আইডিটি ফিরে পাবেন না। কারণ পুরনো ফেসবুক আইডি ফিরে পাওয়ার জন্য অন্তত দুটি জিনিস আপনার জানা থাকতেই হবে।সেটা না হলে কোনভাবেই সেই পুরাতন ফেসবুক আইডি ফিরে পাওয়া সম্ভব নয়। 




চলুন তাহলে দেখে নেওয়া যাক মোবাইল নাম্বার অথবা gmail দিয়ে কিভাবে আপনার পুরাতন ফেসবুক আইডিটি বের করবেন। 




মোবাইল নাম্বার দিয়ে পুরাতন ফেসবুক আইডি বের করার উপায় 



  • মোবাইলের মাধ্যমে পুরাতন ফেসবুক আইডি বের করার জন্য আপনাকে যেতে হবে ফেসবুকের ওয়েব সাইটটিতে। সেটি করার জন্য আপনি মোবাইলে যে কোন একটি ব্রাউজার বেছে নিতে হবে। এরপর ব্রাউজারে গিয়ে সার্চ করুন Facebook লিখে। সার্চ করার পর প্রথমে দেখবেন সবার উপরে ফেসবুক ওয়েবসাইট টি দেখাবে সেখানে আপনি ক্লিক করুন। ক্লিক করে ফেসবুক ওপেন করে নিতে হবে।




  • তারপর সেখানে দেখতে পারবেন লগইন পেজ আপনার সামনে ওপেন হবে।ফেসবুক log in পেজটি ওপেন হওয়ার পর আপনি দেখতে পারবেন সেখানে email address or phone number  দেওয়ার একটি জায়গা রয়েছে। তার নিচে রয়েছে password দেওয়ার অপশন। এরপর রয়েছে login বাটন। 




Forgotten password






  • এরপর নিচের দিকে একটু খেয়াল করুন। login বাটনটির নিচে Forgotten password  নামে একটি অপশন রয়েছে। এই Forgotten password অপশনটিতে ক্লিক করুন। 



  • Forgotten password  অপশনটিতে যে ফোন নাম্বার দিয়ে আপনি আপনার পুরাতন ফেসবুক আইডি খুলেছিলেন সে নাম্বারটি সেখানে দিয়ে দিন। 



মোবাইল নাম্বার দিয়ে পুরাতন ফেসবুক আইডি বের করার উপায়







  • ফোন নাম্বারটি দেওয়ার পর নিচের দিক খেয়াল করবেন দুটি অপশন রয়েছে। একটা হল  cancel অপশন আরেকটি হল search অপশন। আপনারা  search button টিতে ক্লিক করে দিন। 





  • ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ফোন নাম্বারটি দিয়ে যতগুলো আইডি খোলা হয়েছে সেগুলো আপনার সামনে তুলে ধরা হবে। 





এভাবে খুব সহজে আপনি আপনার পুরাতন facebook id খুঁজে বের করতে  পারেন। 



আরও পড়ুন: ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে যা করণীয়..?




পুরাতন ফেসবুক ডাউনলোড 


অনেক সময় আমাদের পুরাতন ফেসবুক ডাউনলোড করার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু আমরা জানি না কিভাবে পুরাতন ফেসবুক  ডাউনলোড করতে হয়। দেখে নিন পুরাতন ফেসবুক ডাউনলোড করার উপায়। যে উপায়ে আপনি পুরাতন ফেসবুক ডাউনলোড করতে পারেন। 



  • পুরাতন ফেসবুক ডাউনলোড করার জন্য আপনাকে কোন একটি ব্রাউজারে গিয়ে search করতে হবে আপনি পুরাতন ফেসবুকের কোন ভার্সনটি ডাউনলোড করতে চাচ্ছেন। 




  • পুরাতন ফেসবুক ডাউনলোডের অনেকগুলো ভার্সন রয়েছে। প্রতিনিয়ত ফেসবুক ভার্সন আপডেট হওয়ার কারণে আমাদের সামনে বর্তমান ভার্সনটি চলে আসে। 




পুরাতন ফেসবুক  ডাউনলোড করার জন্য ক্লিক করুন 






নতুন ফেসবুক আইডি খুলবো 


অনেক সময় দেখা যায় আমাদের নতুন ফেসবুক আইডি খোলার প্রয়োজন হয়ে পড়ে। আপনার যদি একটি ফেসবুক আইডি না থেকে থাকে অথবা আপনি যদি একটি নতুন ফেসবুক আইডি খুলতে চান তাহলে কিভাবে প্রফেশনাল ভাবে একটি নতুন ফেসবুক আইডি  খুলতে হয় সেই সম্পর্কে আমাদের একটি পোষ্ট রয়েছে। সেটি থেকে আপনারা খুব সহজে একটি নতুন ফেসবুক আইডি খুলে নিতে পারবেন। 






নতুন ফেসবুক ডাউনলোড 


নতুন ফেসবুক ডাউনলোড করার অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে। তাই নতুন ফেসবুক ডাউনলোড করার নিয়ম আমাদের জানা প্রয়োজন। চলুন তবে জেনে নেওয়া যাক




  • আপনারা যদি মোবাইল থেকে নতুন ফেসবুক ডাউনলোড করতে চান তাহলে আপনারা সরাসরি আপনাদের মোবাইলের প্লে স্টোরে যাবেন।



  • প্লে স্টোরে search  option এ গিয়ে ফেসবুক লিখে সার্চ করবেন। ফেসবুক লিখে  সার্চ করলে দেখবেন আপনার সামনে  প্রথমে ফেসবুক অ্যাপস চলে আসবে। 




নতুন ফেসবুক ডাউনলোড- play store app download





  • সেখান থেকে আপনি নতুন ফেসবুক  ডাউনলোড করে নিবেন।


আরও পড়ুন:পাসওয়ার্ড ছাড়া ফেসবুক লগইন করার উপায়





আশা করি, পোস্টটি থেকে আপনারা অনেক জ্ঞান আহরণ করতে পেরেছেন এবং পুরাতন ফেসবুক আইডি কি, কিভাবে পুরাতন ফেসবুক আইডি ফিরে পাওয়া যায়, নতুন ফেসবুক আইডি কিভাবে খুলতে হয় পুরাতন ফেসবুক ডাউনলোড  ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url