ফেসবুক একাউন্ট খোলার নিয়ম - how to create a facebook account


ফেসবুক একাউন্ট খোলার নিয়ম-how to create facebook account

ফেসবুক একাউন্ট খোলার নিয়ম

ফেসবুক হলো বর্তমান সময়ে জনপ্রিয় সোশ্যাল মাধ্যমগুলির মধ্যে একটি। গুগল এবং ইউটিউব এরপর সব থেকে বেশি ব্যবহৃত  জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। 






ফেসবুক কি জানুন..?



Facebook  হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে প্রধান অন্যতম। অনলাইনে পরিবার এবং বন্ধুদের সাথে সংযোগ স্থাপন করার অন্যতম মাধ্যম হচ্ছে ফেসবুক। 




বর্তমান সময়ে পুরো পৃথিবীতে প্রায় ২.৮৫ বিলিয়ন ফেসবুক ব্যবহারকারী রয়েছে। এই ২.৮৫ বিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর মধ্যে প্রায় ১.৭৮বিলিয়ন ব্যবহারকারী প্রতিদিন একবার হলেও ফেসবুকে প্রবেশ করে থাকেন। এর থেকে বোঝা যায় যে ফেসবুকে জনপ্রিয়তা কত বেশি। 






ফেসবুক কত সালে তৈরি হয়েছিল ..? 



ফেসবুক মূলত ২০০৪ সালে তৈরি হয়েছে। ফেসবুক তৈরির অন্যতম কারিগর হল মার্ক জাকারবার্গ। মূলত মার্ক জাকারবার্গ ২০০৪ সালে শুধুমাত্র হার্ভার্ড  বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি ওয়েবসাইট তৈরি করেছিলেন। সেই সময় শুধুমাত্র হার্ভার্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারতো। বর্তমান সময়ে যেটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। 




প্রথমবারের মতো ২০০৬ সাল থেকে ১৩ বছর বা তার বেশি বয়সের যেকোন ইমেইল আইডি দিয়ে ফেসবুকে যোগ দিয়ে ফেসবুক ব্যবহার করার ফিচারটি যুক্ত করা হয়েছিল। আর এখন বর্তমান সময়ে এসে ফেসবুকের জনপ্রিয়তা বাড়ার কারণে ফেসবুক অনেক আপডেট করার পরে একটি ফোন নাম্বার বা ইমেইল দিয়ে যে কেউ  একটি ফেসবুক একাউন্ট  তৈরি করা যায়। 






এমনিতেই বর্তমান সময়ে অনেকগুলি ওয়েবসাইট এবং অ্যাপস রয়েছে। যেগুলো মানুষ  অধিক পরিমাণে ব্যবহার করে থাকে। তবে ওইসব অ্যাপস এবং ওয়েবসাইটের কারণে ফেসবুকের জনপ্রিয়তা এতটুকু ঘাটতি হয়নি বা জনপ্রিয়তা কমে যায়নি। দিনদিন ফেসবুকের জনপ্রিয়তা বেড়েই যাচ্ছে। 





তাই যদি আপনার একটি ফেসবুক একাউন্ট  না থেকে থাকে। তাহলে আপনি এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে নিজে  প্রফেশনাল ভাবে একটি ফেসবুকে একাউন্ট খুলে নিতে পারবেন। কারণ একটি facebook একাউন্ট নতুন ভাবে খোলার জন্য আমাদের এই আর্টিকেলটি আপনার প্রচুর পরিমাণে  কাজে লাগবে। 







ফেসবুক একাউন্ট এর প্রধান ফিচার সমূহ 




বর্তমান সময়ে ফেসবুকে সব নতুন নতুন ফিচার যোগ করা হচ্ছে তবে কিছু মুখ্য এবং গুরুত্বপূর্ণ যা সব সময় ফেসবুকে থাকে সেই ফিচার  নিয়ে আলোচনা করা হলো। 






  • নিউজ ফিড : একজন ফেসবুক ব্যবহারকারী কিছু নির্দিষ্ট পেজ প্রোফাইল পোস্ট সমূহ তার সামনে প্রদর্শিত হয়ে থাকে। যেগুলি ফেসবুক ব্যবহারকারীর হোমপেজে প্রদর্শিত হয়ে থাকে। একজন ফেসবুক ব্যবহারকারী সবচেয়ে  বেশি সময় কাটে এই নিউজ ফিড দেখতে দেখতে। 







  • ফ্রেন্ড : ফেসবুক ফ্রেন্ড বলতে মূলত বুঝানো হয়েছে একজন অন্য  ফেসবুক ব্যবহারকারী। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে তার অন্য আরেক জন ফেসবুক ব্যবহারকারীর  সাথে বন্ধু হিসাবে যুক্ত হতে পারে। এবং সেই বন্ধুর পোস্ট আপডেট সরাসরি নিউজফিডে দেখতে পারে ফেসবুক ব্যবহারকারী। 







  • লাইক বা রিয়েকশন : লাইক বা রিয়েকশন হচ্ছে ফেসবুকের আরেকটি ফিচার। এই ফিচারটি যুক্ত করা হয়েছে মূলত নিউজফিডে আসা বিভিন্ন গ্রুপ বা বন্ধুদের পোস্ট করা  আপডেট গুলোতে রিয়েকশন  দেওয়ার একটি অপশন দেওয়া হয়েছে। এই রিয়েকশন  এর মাধ্যমে আমরা  ওই পোস্ট  সম্পর্কে আমাদের অনুভূতি ব্যক্ত করতে পারি। 







  • মেসেজ বা ইনবক্স : মেসেজ বা ইনবক্স এই ফিচারটি মূলত আপনার ব্যক্তিগত। এখানে আপনি আপনার বন্ধুদের সাথে কথা বলতে পারেন। এবং বিভিন্ন গ্রুপ হয়ে একত্রে অনেকে একসঙ্গে কথা বলতে পারে। 





  • স্টোরি দেওয়ার অপশন : স্টোরি হচ্ছে ব্যবহারকারীদের জন্য একটি অসাধারণ ফিচার। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ২৪ ঘন্টার জন্য একটি ছবি বা ভিডিও পোস্ট করতে পারে। যা ২৪ ঘন্টা পর একা একা অদৃশ্য হয়ে যায় বা ডিলিট হয়ে যায়।




ফেসবুকের সুবিধা ও অসুবিধা 



প্রত্যেকটি জিনিসের সুবিধা এবং অসুবিধা উভয় থাকে। তেমনি ফেসবুকের কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। যদিও ফেসবুকে যে সমস্ত ফিচার দেওয়া রয়েছে সেগুলো মানুষের জন্য অত্যন্ত সুবিধা জনক। এর পাশাপাশি ফেসবুকের কিছু অসুবিধা ও রয়েছে। যেমন ফেসবুক ব্যবহারকারীর ডাটা নিরাপত্তার অভাব দেখা দিয়েছিল। এবং সেজন্যে একটা সময় অনেকে ফেসবুকে একাউন্ট ডিলিট করে দিয়েছিল। 




ফেসবুকের সুবিধা :


ফেসবুকের অনেক ধরনের সুবিধা রয়েছে। একে একে বিস্তারিত সব নিচে আলোচনা করা হয়েছে। 





  • ফেসবুকের মাধ্যমে বন্ধু ও পরিবারের সাথে খুব সহজে যোগাযোগ বা সম্পর্ক স্থাপন করা যায়। 



  • ফেসবুকের মাধ্যমে নিজের সাথে ঘটে যাওয়া মজার কিছু ঘটনা বা বিভিন্ন ধরনের স্মৃতিময়  ঘটনা পরিবার ও বন্ধুদের সাথে খুব সহজেই শেয়ার করা যায়। 



  • ফেসবুকের আরেকটি সুবিধা হল ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ। ফেসবুক পেজ বা গ্রুপের মাধ্যমে একই ধ্যান ধারনা বা মতাদর্শের মানুষদের সাথে খুব সহজেই সংযুক্ত হওয়া যায়। 



  • পছন্দের সেলিব্রেটি বা তারকাদের কাছ থেকে তাদের বিভিন্ন ধরনের আপডেট পাওয়া যায় এই ফেসবুকের মাধ্যমে। 



  • ফেসবুকের মাধ্যমে পৃথিবীর যেকোন প্রান্তের খবর পৌঁছে যায় ঘরে ঘরে মুহূর্তের মধ্যে। 



  • বর্তমান ফেসবুকের মাধ্যমে অনলাইনে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় বিক্রয় করা সম্ভব হচ্ছে। 



  • ডিজিটাল মার্কেটিং এর জন্য facebook একটি অন্যতম প্লাটফর্ম। 




ফেসবুকের অসুবিধা  



এবার আসুন ফেসবুকের কিছু  অসুবিধা গুলো নিয়ে আলোচনা করা যাক। নিচে ফেসবুকের কিছু উল্লেখযোগ্য অসুবিধার কথা আলোচনা করা হলো।



 

  • ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে প্রায়শয় দেখা যায় যে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য শেয়ার করার কারণে অনেক সময় ব্যবহারকারী নিরাপত্তা ঝুকি জনিত সমস্যায় পড়েন। 





  • ফেক ফেসবুক ব্যবহারকারীদের ভিড়ে আসল ফেসবুক একাউন্ট গুলো খুঁজে পাওয়া একটু ঝামেলার বিষয়। 




  • আমরা ফেসবুকে অনেক সময় দিয়ে থাকি। যার ফলে অযথা আমাদের প্রচুর মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। 




  • অনেক সময় দেখা যায় ফেসবুকে ভুয়া তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে। 



আরও পড়ুন: পুরাতন ফেসবুক আইডি কিভাবে ফিরে পাব



ফেসবুক একাউন্ট তৈরি করার জন্য যা যা প্রয়োজন


ফেসবুক একাউন্ট খোলার জন্য যা যা লাগে সেগুলো নিচে দেওয়া হলো:- 





  • সর্বপ্রথম আপনার একটি ডিভাইস প্রয়োজন হবে যার মাধ্যমে আপনি ফেসবুক ব্যবহার করতে পারেন।যেমন, মোবাইল কম্পিউটার অথবা ল্যাপটপ।





  • ফেসবুক একাউন্ট খোলার জন্য আপনার ইন্টারনেট সংযোগ লাগবেই। ইন্টারনেট সংযোগ ছাড়া আপনি ফেসবুক একাউন্ট তৈরি করতে পারবেন না। 





  • ফেসবুক একাউন্ট খোলার জন্য আরো একটি জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে ইমেইল একাউন্ট অথবা একটি ফোন নাম্বার। 






ফেসবুক একাউন্ট খোলার  জন্য  ব্যবহারকারীর বয়স অন্তত ১৩ বছর হতে হবে। ১৩ বছর এর কম বয়স দিলে ফেসবুক একাউন্ট খোলা যাবে না। 







ফেসবুক অ্যাপ ডাউনলোড 


ফেসবুক সুন্দর ও সচ্ছলভাবে ব্যবহার করার জন্য ফেসবুকের  তরফ থেকে অনেক গুলো  সফটওয়্যার বা অ্যাপস রয়েছে। ফেসবুক, ফেসবুক লাইট, এছাড়াও চ্যাট করার জন্য আলাদা একটি অ্যাপস রয়েছে মেসেঞ্জার এবং মেসেঞ্জার লাইট। লাইট ভার্সনটির মূলত দেওয়া হয়েছে কম ক্ষমতা ডিভাইস গুলোর জন্য। 



  • ফেসবুক অ্যাপ ডাউনলোড করুন : Android /iOS



  •  ফেসবুক লাইট  ডাউনলোড করুন : Android /iOS



  • মেসেঞ্জার অ্যাপ ডাউনলোড করুন :Android/iOS 



  • ফেসবুক লাইট  মেসেঞ্জার অ্যাপ ডাউনলোড করুন :Android



বিশেষ দ্রষ্টব্য: মেসেঞ্জার লাইট অ্যাপসটি  আইফোনের জন্য বিদ্যমান নয়। 




মোবাইলে ফেসবুক একাউন্ট  খোলার নিয়ম 


মোবাইল দিয়ে ফেসবুকে একাউন্ট খোলার দুটি উপায় রয়েছে। একটি হলো মোবাইল ফোনের facebook অ্যাপ ব্যবহারের মাধ্যমে। দ্বিতীয় টি হল মোবাইল ফোনের ব্রাউজার ব্যবহার করে। দুটো দিয়েই প্রায় একই নিয়মে ফেসবুক একাউন্ট তৈরি করা যায়।  নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হলো। 





  • অ্যাপ থেকে ফেসবুক একাউন্ট তৈরি করার জন্য ফেসবুক অ্যাপস  ওপেন করতে হবে। অথবা কেউ যদি ব্রাউজার দিয়ে ফেসবুক একাউন্ট তৈরি করতে চায় তাহলে তাকে ব্রাউজারটি ওপেন করে facebook.com লিখে সার্চ করতে হবে। 





  • এরপর নিচের দিক দেখবেন ক্রিয়েট এ নিউ একাউন্ট নামে একটি অপশন রয়েছে। এই ক্রিয়েট এ নিউ একাউন্ট বাটনটিতে চাপ দিতে হবে। 


আমার ফেসবুক একাউন্ট-ফেসবুক অ্যাপ ডাউনলোড




  • এরপর আপনার সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে।সেখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম  দিতে হবে। এরপর পরের ধাপে যান। 






  • এরপর জন্ম তারিখটি সিলেক্ট করতে হবে। 



ফেসবুক আইডি-ফেসবুক লাইট



  • তারপরে আপনাকে আপনার লিঙ্গটি সিলেক্ট করতে হবে। ছেলে হলে  male  এবং মেয়ে হলে female  দিতে হবে।



ফেসবুক লাইট ডাউনলোড- ফেসবুক লাইট  মেসেঞ্জার



  • এরপর ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস টি প্রদান করতে হবে। 




  • এরপর facebook একাউন্ট এর জন্য একটি পাসওয়ার্ড দিন। মাথায়  রাখবেন পাসওয়ার্ডটি যেন খুব শক্তিশালী হয়। যাতে করে আপনার একাউন্টটি হ্যাক হওয়ার  সম্ভাবনা কম থাকে। 



ফেসবুক একাউন্ট খোলার নিয়ম-facebook



  • এরপর আপনার ফেসবুক একাউন্টে যে নাম্বার বা ইমেইল প্রদান করেছেন সেখানে একটি কোড যাবে। সেই কোডটি দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। 




  • তারপর ফেসবুক আপনাকে কিছু মানুষকে ফ্রেন্ড হিসেবে অ্যাড করার জন্য বলবে। আপনি কিছু ফ্রেন্ড অ্যাড  করে নিবেন। 




উপরোক্ত পদ্ধতি সঠিক ভাবে অনুসরণ করলে আপনি একটি ফেসবুক একাউন্ট তৈরি করে নিতে পারবেন। 




আরও পড়ুন: 
ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে যা করণীয়..?






কম্পিউটারে ফেসবুক একাউন্ট খোলার নিয়ম 


মূলত কম্পিউটার এবং মোবাইলে একই পদ্ধতিতে ফেসবুক একাউন্ট তৈরি করা যায়। কম্পিউটারে ব্রাউজারে গিয়ে সার্চ করে ফেসবুক একাউন্ট তৈরি করতে হয়। বাকিটা মোবাইল দিয়ে যেভাবে যেভাবে করতে হয়। কম্পিউটার দিয়ে একই  পদ্ধতিতে ফেসবুক একাউন্ট তৈরি করতে হয়। 









ফেসবুকের বিকল্প কিছু প্ল্যাটফর্ম 



ফেসবুকের কিছু বিকল্প প্ল্যাটফর্ম রয়েছে। যেমন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইত্যাদি। আপনার যদি মনে হয় ফেসবুক আপনি চালাবেন না। তার পরিবর্তে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ও ওনেক জনপ্রিয় সাইট।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url