ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন..? _ ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে যা করণীয়..?
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন..??
বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির মধ্যে facebook একটি। অবসর সময়ে ফেসবুকে ব্যস্ত সময় পার করেন অনেক বয়সী ছেলে মেয়ে এবং বুড়ো সব বয়সের লোকজন। অনেকে আবার একাধিক ফেসবুক একাউন্ট ব্যবহার করে থাকে।
আরে এই একাধিক আইডি ব্যবহারের ফলে দেখা যায় আমরা প্রায় সময় ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যাই। যার ফলে আমরা আর ওই আইডিতে login করতে পারিনা। কারন আমরা জানি ফেসবুকে অ্যাকাউন্ট লগইন করার জন্য আমাদের ফেসবুকের ইউজারনেম এবং পাসওয়ার্ড প্রয়োজন হয়। যেটি আমরা অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহার করেছি।
ইউজার নেম এবং পাসওয়ার্ডটি যদি সঠিক না হয় তাহলে আমরা আর সেই আইডিতে লগইন করতে পারিনা। যার ফলে আমাদের আবার বাধ্য হয়ে নতুন একটি ফেসবুক আইডি খুলতে হয়। তবে আমাদের পুরাতন আইডিতে যে সকল তথ্যগুলো রয়েছে সেগুলো তো আর আমরা ফিরে পাই না। যার ফলে আমাদের প্রয়োজনীয় অনেক information হারিয়ে যায়।
মোবাইল বা অন্য কোন ডিভাইসে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগইন থাকার কারণে আমরা অনেকেই password কে এত বেশি গুরুত্ব বা প্রাধান্য দেই না। কিন্তু ফেসবুকের ইউজার নেম এবং পাসওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। যেটি আমাদের কাছে থাকলে আমরা যেকোনো সময় যে কোন ডিভাইসে আমাদের ফেসবুক একাউন্টটি লগইন করে নিতে পারি।
তবে ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ড ভুলে গেলে হতাশ হওয়ার কিছু নেই। কারণ আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যাতে আপনার ফেসবুক একাউন্টে পাসওয়ার্ড ভুলে গেলেও আপনি কিছু স্টেপ ফলো করার মাধ্যমে আপনার ফেসবুক আইডিটি পুনরায় লগইন করে নিতে পারবে।
তার জন্য প্রয়োজন হবে আপনার ফেসবুক একাউন্টে যুক্ত থাকা ইমেইল অথবা ফোন নাম্বার। এই ইমেইল বা ফোন নাম্বারের মাধ্যমে আপনার ফেসবুকে একাউন্টে পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারবেন। এবং নতুন একটি পিন সংযোজন করতে পারবেন। এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়লে ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলেও facebook একাউন্ট লগইন করার জন্য বিপাকে পড়তে হবে না।
আপনার ফেসবুক একাউন্টে যদি আগে থেকে কোন ইমেইল বা ফোন নাম্বার অ্যাড করা থাকে, সেক্ষেত্রে খুব সহজেই আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড টি রিকভারি করে নিতে পারবেন।
ফেসবুক পাসওয়ার্ড রিকভারি করবেন যেভাবে
ফেসবুকের পাসওয়ার্ড রিকভারি করার নিয়ম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল :-
- ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড রিকভারি করার জন্য আপনাকে facebook. com ওয়েবসাইটে যেতে হবে। অথবা ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিতে হবে।
- ফেসবুকটি ওপেন করার পর আপনাকে প্রথমে দেখানো হবে একটি ফেসবুক লগইন করার অপশন। এই লগইন করার ইন্টারফেস থেকে আপনি আপনার ফেসবুকে পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারবে।
- তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যে নাম্বার অথবা ইমেইলটি দিয়ে আপনি ফেসবুক একাউন্টটি খুলেছিলেন, সে নাম্বার বা ইমেইলটি লগইন অপশনে দিয়ে দিতে হবে।
- নাম্বার বা ইমেইল টি দেওয়ার পর, নিচের দিকে একটু খেয়াল করবেন, দেখবেন forgotten password নামে একটি অপশন রয়েছে। এই forgotten password একটি ক্লিক করে দিতে হবে।
- এরপর আপনাকে সেখানে ফোন নাম্বার বা ইমেইলটা বসাতে হবে যে ফোন নাম্বার বা ইমেইল দিয়ে একাউন্টে ক্রিয়েট করা ছিল।
- একাউন্টে সার্চ দেওয়ার পরে আপনি আপনার ফেসবুক একাউন্টটি খুঁজে পাবেন। যে ফেসবুকে একাউন্টটি আপনার সামনে উপস্থাপন করা হবে সেটা যদি আপনার হয়ে থাকে, তাহলে সেটিকে আপনি পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন।
- পরবর্তী ধাপে আপনি আপনার একাউন্টের নাম প্রোফাইল ইত্যাদি ইত্যাদি সবকিছু দেখতে পারবেন। যদি শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে আপনার ফেসবুক একাউন্টটি খুলে থাকেন তাহলে শুধুমাত্র ফোন নাম্বার দেখতে পাবেন। আর যদি ইমেইল দিয়ে ফেসবুক একাউন্ট খুলে থাকেন তাহলে সেই ইমেইলটি সেখানে দেখা যাবে।
- আর যদি আপনার ফেসবুক একাউন্ট এর মধ্যে মোবাইল নাম্বার এবং gmail দুটোই এড করা থাকে, সেক্ষেত্রে আপনি আপনার দুটি অপশনই দেখতে পারবেন। কিন্তু পুরোটা দেখা যাবে না ফোন নাম্বার এবং জিমেইল বা ইমেইলের আংশিক কিছু অংশ সেখানে দেখানো হবে।
- এরপর আপনি আপনার পাসওয়ার্ডটি পুনরায় সেট করার জন্য আপনাকে একটি কোড পাঠানো হবে। ভেরিফাই করার জন্য। সেটি কিভাবে আপনি পেতে চান সেটি সিলেক্ট করে দিতে হবে। এবার ফেসবুক থেকে সে নাম্বার বা ইমেইলে আপনাকে একটি কোড পাঠানো হবে। যার মাধ্যমে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটি রিকভারি করে নিতে পারবে। এর পর continue বাটনটিতে ক্লিক করুন।
- Continue বাটনটিতে ক্লিক করার পর আপনাকে একটি সিকিউরিটি কোড বসানোর জন্য অপশন দেয়া হবে। এখানে আপনাকে একটি আট সংখ্যার রিকভারি কোড বসানো জন্য বলা হবে। যেটি আপনাকে ফেসবুক অফিস থেকে পাঠানো হয়েছে। আপনাকে ভেরিফাই করার জন্য।
- সঠিক কোডটি বসানোর পর continue বাটনে ক্লিক করতে হবে। এরপর সেখানে আপনাকে একটি new password সেট করার অপশন দেওয়া হবে। new password টি দেওয়া হয়ে গেলে, পুনরায় ওই পাসওয়ার্ডটি আবার দিতে হবে confirm password এর ঘরে।
- তবে মনে রাখবেন, এখানে এমন কোন পাসওয়ার্ড দিবেন না যেটি আপনি আপনার একাউন্টে এর আগে ব্যবহার করেছিলে। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করতে হবে যেন একটি শক্তিশালী পাসওয়ার্ড দেওয়া হয়।দুর্বল পাসওয়ার্ড এর কারনে আমাদের ফেসবুক একাউন্টটি হ্যাক হয়ে যাওয়া সম্ভাবনা অনেকগুন বেড়ে যায়। তাই চেষ্টা করতে হবে একটি শক্তিশালী পাসওয়ার্ড দেওয়ার জন্য।
- পাসওয়ার্ডটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, যেন পাসওয়ার্ডটি ছোট হাতের বড় হাতের এবং কিছু নাম্বার বা সিম্বল ব্যবহার করলে ভাল হয়। এতে করে আপনার পাসওয়ার্ডটি একটি শক্তিশালী পাসওয়ার্ড হিসেবে রূপান্তর হবে।
- নতুন পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে logout of others devices এবং stay logged in নামে একটি অপশন আসবে। এর কারণ হচ্ছে যেহেতু আপনি আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ডটি ভুলেই গেছেন, সেজন্য অন্যান্য আগে যে সকল ডিভাইসে আপনার ফেসবুক একাউন্টটি লগইন রয়েছিল সেগুলো থেকে আপনার ফেসবুক আইডিটি লগ আউট করে নেওয়ার একটি অপশন দেওয়া হবে।
- সেটা করার জন্য আপনাকে logout of others devices সিলেক্ট করে continue বাটনে ক্লিক করতে হবে। আর যদি আপনি চান যে আপনার ফেসবুক আইডিটি অন্য ডিভাইসের নতুন পাসওয়ার্ড দিয়ে সজল রাখতে তাহলে stay logged in সিলেক্ট করে continue বাটনটিতে ক্লিক করতে হবে।
আরও পড়ুন: ফেসবুক সম্পর্কে সাধারণ ধারণা
এভাবে আপনি চাইলে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারবেন। ফেসবুক পাসওয়ার্ড ভুলে যাওয়া সমাধান করে নিতে পারবেন আপনি নিজেই। যদি আমাদের এই আর্টিকেলটি আপনি খুব ভালোভাবে মন দিয়ে পড়ে থাকেন।ফেসবুক পাসওয়ার্ড ভুলে যাওয়ার জন্য আর আপনাকে নতুন করে ফেসবুক একাউন্ট খুলতে হবে না। আপনার শখের আইডিটি ফিরিয়ে আনতে পারবেন আমাদের এই স্টেপগুলি ফলো করলে।আশা করি আপনি এই পোস্টটি থেকে অনেক উপকৃত হবেন।