What is css html section selecte process? কীভাবে css দিয়ে html section selecte করব?kormopoint

 বন্ধুরা আজকে আমি আপনাদের যে বিষয়টি  নিয়ে জানাবো সেটি হচ্ছে সিএসএস এর মধ্যে কোন সেকশন সিলেট করা সম্পর্কে।



আমরা কেন সিএসএস দিয়ে কোন ট্যাগ  সিলেক্ট করব?..........



প্রত্যেকটি ওয়েবসাইট তৈরি করতে গেলে এই  এইচটিএমএল এর গুরুত্ব আরো আকর্ষণীয় এবং সুন্দর করার জন্য ব্যবহার করা হয়। এই সিএসএস ব্যবহার করার জন্য আমাদের htable file এর মধ্যে বিশেষ ফাইলটি ক্লিক করিয়ে দিতে হয় এবং প্রত্যেকটি ট্যাগ এবং সেকশনকে আলাদা আলাদা করে সিলেক্ট করে তার উপর বিভিন্ন এডুকেশন লাগানো হয়। 

What is css html section selecte process? কীভাবে css দিয়ে html  section selecte করব?kormopoint



জেব্র টেক্সট এর মধ্যে যেকোনো লেখার কালার এবং ফটো সাইজ চেঞ্জ করতে গেলে আপনাদের সেই টেস্ট ডিজিটাল এর মধ্যে আছে সেটা একটি আপনাকে সিলেক্ট করতে হবে তারপর আপনি সেই টেক্সট এর কালার চেঞ্জ করতে পারেন বা যে কোন কিছু করতে পারেন। শুধু টেস্টি নয় এইচ ডি এফ এল এর সকল ট্যাকে সিএস এর মধ্যে এডিট করা যায়।



সিএসএস  দিয়ে কোন ট্যাগ কিভাবে সিলেক্ট করে ?..............



 কোন ট্যাগের উপরে এডুকেশন আনার জন্য  এই ট্যাগটিকে আগে সিএসএস এর মধ্যে সিলেক্ট করিয়ে দিতে হবে এবং তারপর সেটার উপরে আপনারা যে কোন কিছু এডুকেশন ব্যবহার করতে পারেন। এছাড়াও এই ট্যাগ গুলো সিলেট করতে চাইলে প্রত্যেকটি ট্যাগের মধ্যে একটি করে ক্লাস অথবা আইডি দিয়ে দিতে হয়। 




যদি কোন ট্যাগ সিলেক্ট করতে চাই তাহলে সেই নগরে যতগুলো টেক আছে সব একেবারে সিলেক্ট হয়ে যাবে যা আমাদের জন্য একটু ঝামেলা হতে পারে। আর এই আইডি আর ক্লাস হচ্ছে প্রত্যেকটি সেকশনের বা ট্যাগের আলাদা আলাদা নির্দিষ্ট নাম করণ। 



আপনি চাইলে প্রতিটি টেককে অন্যান্য জায়গায় সিলেট করার জন্য এই আইডি বা ক্লাসের মাধ্যমে একটা গুলো দিয়ে দিতে পারেন। এটি স্ট্যাগের মধ্যে একাধিক গ্লাস ব্যবহার করা যায় কিন্তু একটি ট্যাগের মধ্যে শুধুমাত্র একটি আইডি ব্যবহার করা যায়। 



তারপর এখানে এসে এসে ফাইল এর মধ্যে আপনি যাবেন এবং যাওয়ার পর আপনি যদি আইডি ইউজ করেন তাহলে প্রথম দিয়ে আইডিটির নাম আর যদি ক্লাস ইউজ করেন তাহলে প্রথমে ডট দিয়ে এসে ক্লাসের নাম দিয়ে দিবেন এবং তারপর দ্বিতীয় দিয়ে সেই তৃতীয় পদ্ধতির মধ্যে আপনি আপনার এডুকেশনটি খুব সহজেই ব্যবহার করতে পারেন। 




আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনারা সিএসএস  সেকশন সিলেট করা সম্পর্কে সাধারণ ধারণা টুকু পেয়ে গেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url