How to add browser in notepad++.কিভাবে notepad++ এ browser add করব।kormopoint
বন্ধুরা আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে জানাবো সেটি হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস এর মধ্যে ব্রাউজার এ রান করা সম্পর্কে।
নোটপ্যাড প্লাস প্লাস সাধারণ ধারনা:---------
নোটপ্যাড প্লাস প্লাস আমরা সকলেই ব্যবহার করি। আমরা জানি যে এই নোটপ্যাডটি আমাদের সকলের জন্যই খুবই ভালো একটি নোটপ্যাড। এই নোটপ্যাড ব্যবহার করে আমরা খুব সহজেই আমাদের নিজের জন্য একটি ওয়েবসাইট বা প্রোগ্রামিং শিখতে পারি।
এই নোটপ্যাড দিয়ে ওয়েবসাইট তৈরি করতে আমাদের অনেকেরই খুবই ভালো লাগে এবং অনেক সুবিধা হয়। এই নোটপ্যাড এর মধ্যে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়।
এই নোটপ্যাড এর মধ্যে খুব সহজেই নিজের মতো করে থিম বা কালার এডিট করে নেওয়া যায়। এছাড়াও আমরা এই নোটপ্যাড থেকেই ডাইরেক ব্রাউজার এর মধ্যে রান করে আমাদের ফাইলগুলো দেখতে পারি।
নোটপ্যাড প্লাস প্লাস এর মধ্যে সাধারণত ব্রাউজার এড করা থাকে না কিন্তু আমাদের কম্পিউটারের মধ্যে যেই যেই ব্রাউজার আছে সেই সেই ব্রাউজারে। আমাদের এটি অ্যাড করে দিতে হয়। আমরা অনেকেই এই ব্রাউজার এড করতে গেলে অনেক সমস্যায় করি।
যেভাবে নোটপ্যাড প্লাস প্লাস এর মধ্যে ব্রাউজার এড করতে হয়:--------------
প্রথমে আমাদের প্লাস প্লাস টি ওপেন করে নিতে হবে তারপর উপরে টপ মেনুতে রান অপশনের মধ্যে গিয়ে মডিফাই সরকার এর মধ্যে চাপ দিতে হবে। এছাড়াও প্রাণ অপশনে গিয়ে রান এ চাপ দিলে দা প্রোগ্রাম টু রান লেখা উঠবে।
এখানে আমাদের ব্রাউজারটিই এক্স ফাইল দিয়ে দিব এফসি ফাইল এরপরে একটা স্পেস দিয়ে একটি কোড দিতে হয় সেই কোডটি হলো।
"$(FULL_CURRENT_PATH)"
এই কোডটি দেওয়ার পর আপনারা সেই মেয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের শর্টকাট নিতে বলবে আপনারা যে যে কি শর্টকাট হিসেবে ইউজ করতে চান সেগুলো লাগিয়ে দিবেন। তারপর নেট এ চাপ দিলেই আপনাদের রান অপশনটি অন হয়ে যাবে।
তারপর থেকে রান অফ নিয়ে গেলেই আপনারা আপনাদের সেই ব্রাউজারটি পাবেন এবং সেখানে ক্লিক করলে আপনাদের কোডটি খুব সহজে রান হয়ে যাবে।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনারা নোটপ্যাড প্লাস প্লাস এর মধ্যে ব্রাউজার রান করা সম্পর্কে সাধারণ ধারণা টুকু পেয়ে গেছেন।