How to use notepad ++ in your pc.কীভাবে pc তে notepad ++ ব্যাবহার করবো। kormopoint

 বন্ধুরা আজকের আপনাদের যে বিষয়টি নিয়ে জানাবো সেটি হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস সম্পর্কে।



নোটপ্যাড প্লাস সম্পর্কে সাধারণ ধারণা:--------------


How to use notepad ++ in your pc.কীভাবে pc তে notepad ++ ব্যাবহার করবো। kormopoint



বন্ধুরা আমরা যারা নতুন নতুন ওয়েবসাইট তৈরি করতে চাই বা নতুন নতুন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন html শিখতে চাই তাহলে আমাদের একটি ভালো নোটপ্যাড প্রয়োজন। যে এই নোটপ্যাড দিয়ে আমরা প্রোগ্রাম প্রোগ্রামিং করলে খুব ভালোভাবে আমাদের প্রোগ্রামটি হতে পারে।




ঠিক এমনই একটি নোটপ্যাড হল এই নোটপ্যাড প্লাস প্লাস। এই নোটপ্যাড টি সাধারণত ওয়েবসাইট বা html css এরকম ল্যাঙ্গুয়েজ শেখা এবং এগুলোর কাজ করার জন্যই তৈরি করা হয়েছে। আমরা নতুন যারা আছি তারা সকলে এই নোটপ্যাডটি দিয়ে প্রোগ্রামিং করতে খুব পছন্দ করি।





এটি দিয়ে খুব সহজভাবেই কোন লেখতে গেলে তার ১৫র রুটি নিজে থেকে আমাদের সামনে চলে আসে। আর যদি খুব সহজে কোন ওয়েবসাইট আমাদের সাথে পা সামনে খুব সহজে চলে আসে। তখন সেটি আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়।



আমাদের সেই কোডগুলোও মনে রাখার প্রয়োজন হয় না। একটু মনে থাকলে আমাদের পুরো কোটি নিজে থেকেই চলে আসে। এ কারণে আমরা এই নোটপ্যাডকে খুবই পছন্দ করি।


 নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করার সুযোগ সুবিধা:----------



আমরা চাইলে নোটপ্যাড প্লাস প্লাস এর প্রত্যেকটি জিনিস এ দিয়ে কালার নিজের ইচ্ছামত চেঞ্জ করে নিতে পারি। চাইলে আমরা কালারের কালার এক রাখতে পারি এবং চাইলে আবার আমরা লিংক এর কালার একরকম রাখতে পারি। আবার চাইলে আমরা পুরো সেকশনটাকে অন্য এক লিংক এর মধ্যে দিয়ে রাখতে পারি।



এটা আমাদের সকলেরই নিজস্ব ব্যাপার। আমরা নিজেরা নিজেদের পেটকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারব। আমরা আমাদের নোটপ্যাডকে অনেকগুলো ভাবে রং পরিবর্তন করতে পারবো। আমরা নির্দিষ্ট করে কোন জিনিসের রং ও পরিবর্তন করতে পারবো।



নোটপ্যাড প্লাস প্লাসে আমরা বিভিন্ন প্লাগিনও ইউজ করতে পারি। নোটপ্যাড প্লাস প্লাস এর মধ্যে আমরা জেন কোডিং নামে একটি প্লাগিন আছে সেটি অ্যাড করে নিলে খুব ভালোভাবে আমাদের প্রোগ্রামটি কাজ করবে এবং আমাদের প্রোগ্রামিং করতে অনেক সুবিধা হবে।





আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনারা নোটপ্যাড প্লাস ক্লাস সম্পর্কে সাধারণ ধারনা টুকু পেয়ে গেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url