নগদ অ্যাপস সম্পর্কে সাধারণ ধারণা। General idea about cash apps.kormopoint

 বন্ধুরা আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে জানাবো এটি হচ্ছে নগদ অ্যাপস সম্পর্কে।





নগদ অ্যাপস সম্পর্কে সাধারণ ধারণা:---------







বন্ধুরা আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষই এই নগদ এবং বিকাশ একাউন্ট এর মত অ্যাকাউন্ট গুলো খুবই পছন্দ করি। এই অ্যাকাউন্ট গুলো দিয়ে বা অ্যাপস গুলো দিয়ে আমরা খুব সহজেই পৃথিবীর যেকোন প্রান্ত থেকে অন্য জায়গায় টাকা দেওয়া নেওয়া করতে পারি।






এটি অনেক সময় আমাদের খুব উপকারে লাগে। আর এই অ্যাপসটি আমাদের গ্রাম অঞ্চলে বসবাসকারী মানুষের আরো বেশি উপকারে লাগে। এই মানুষগুলো সবাই এই অ্যাপস গুলোর উপর নির্ভর করে টাকা দেওয়া নেওয়া করে।





গ্রামের প্রত্যেক পরিবারের মধ্যে কেউ না কেউ গ্রামের বাহিরে কোন শহরে গিয়ে চাকরি করে এবং গ্রামে তার পরিবারের কাছে টাকা পাঠিয়ে দেয়। এবং সেই টাকা দিয়ে তার পরিবার খুব সহজেই নিজের খরচটুকু চালিয়ে নেওয়ার চেষ্টা করে।






আমাদের পরিবারের যদি কেউ শহরে থাকে এবং সে যদি আমাদের কাছের কোন টাকা পাঠানোর চেষ্টা করে এর সে কারণে তার অনেক পরিমাণ সময় এবং খাটনি হবে। কারণ এ সেই টাকাটা দিতে কাউকে না কাউকে গ্রামে আসতেই হতো।





 আর যদি যেকোনো একজন আসতো তাহলে তারা এই এই টাকাগুলো খুব বেশি করে খরচ হয়ে যাবে। এভাবে যদি টাকা না হয় তাহলে দেখা যাবে অর্ধেক এর বেশি টাকা বাসায় পর্যন্ত পৌঁছানোর জন্যই খরচ হয়ে গেছে।






নগদ অ্যাপস ব্যবহার করার সুযোগ সুবিধা:----------





আমরা যদি বিকাশ থেকে টাকা এভাবে আনা নেওয়া করি তাহলে আমাদের এক হাজার টাকা বের করার জন্য ২০ টাকা করে নেওয়া হবে। এভাবে যদি আমরা ২০ হাজার টাকা বের করি তাহলে আমাদের ৪০০ টাকা নেওয়া হবে। কিন্তু আমরা যদি এই নগর থেকে নেই তাহলে আমাদের হাজারে মাত্র ১৪ টাকা করে পড়বে।





এবং এটি মধ্যবিত্ত পরিবারের জন্য খুব ভালো একটি অফার। প্রতিটি অ্যাকাউন্টগুলোতে আমাদের নিজের একাউন্ট গুলো নিয়ে সাবধান থাকতে হয়। মালয়েশিয়া একাউন্টগুলো দিয়ে আমরা যেন কোন ভাবে প্রতারণা শিকার না হতে পারি।





নগদ এর কিছু গুরুত্বপূর্ণ বিষয়:------------


নগদ অ্যাপস সম্পর্কে সাধারণ ধারণা। General idea about cash apps.kormopoint





জেনে রাখা ভালো যে শুধু নদী নয় যে কোন এরকম টাকা ট্রান্সফার করার অ্যাপস এর মধ্যে আমাদের যদি কেউ ফোন করে বলে যে। আমি এই অ্যাপসের মালিক বা অফিস থেকে বলছি তাহলে সেটি কখনো বিশ্বাস করবেন না। কারণ সেই অ্যাকাউন্টগুলোর মালিক কখনো আপনার কাছে এরকম করে কোন ফোন দিবে না।





আর যদি ফোনও দেয় তাহলে যদি পাসওয়ার্ড চায় তাহলে কখনোই বলবেন না। নাম্বারও বলবেন না যে নাম্বারটা কি। এই নাম্বার পাসওয়ার্ড গুলো একদমই পার্সোনাল একটা বিষয় এটি কাউকে জানানো হবে না। যদি আপনি কাউকে জানান তাহলে এসে আপনার এই একাউন্টগুলো থেকে টাকা বের করে নিয়ে চালাতে পারে।





আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনারা নগদ অ্যাপস সম্পর্কে সাধারণ ধারণা টুকু পেয়ে গেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url