বিকাশ সম্পর্কে সাধারণ ধারণা।General concept of development.kormopoint

 বন্ধুরা আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে জানাবো সেটি হচ্ছে বিকাশ সম্পর্কে।






বিকাশ সম্পর্কে সাধারণ ধারণা:-----------



বিকাশ সম্পর্কে সাধারণ ধারণা।General concept of development.kormopoint




বন্ধুরা আমরা সবার পরিবারই দেখেছি যে প্রত্যেকটি পরিবারের মধ্যে একজন করে হলেও গ্রামের বাহিরে বা শহরের বাহিরে গিয়ে পরিবারের জন্য কাজ করে। এবং সেই পরিবারটি চালানোর জন্য সেই মানুষটি প্রতি মাসে মাসে টাকা পাঠায় এবং সে টাকা পাঠানোর মাধ্যমে হিসেবেই আমরা এই বিকাশকে বিশ্বাস করি।





এই বিকাশ কিভাবে কাজ করে:----------







আমরা চাইলে আমাদের কাছ থেকে আমাদের আত্মীয়স্বজনের কাছে বা আমাদের কোন বন্ধু-বান্ধবের কাছে খুব সহজে টাকা পাঠাতে পারিনি টাকা তাদের কাছে পৌঁছাতে অনেকটা সময় লেগে যায়। সেই সময়টা বাঁচানোর জন্য আমরা বিকাশের ব্যবহার করি।





 এই বিকাশ আমরা পৃথিবীর যেকোন প্রান্ত থেকে অনুপ্রান্তে মুহূর্তে মধ্যে টাকা পাঠাতে পারি। বর্তমানে বাংলাদেশের মানুষ এই বিকাশকে সব থেকে বেশি ভরসা করে। কারন এই বিকাশ এর মধ্যে টাকা পাঠানো খুব সহজ এবং ঘূর্ণিপথের মাধ্যমে আমাদের টাকাটি আমাদের প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে যায়।






বাংলাদেশের বেশিরভাগ পরিবারেরই কেউ না কেউ আমাদের ঢাকা শহরের মধ্যে যে বসবাস করে তারা প্রত্যেক মাসে যে পরিমাণ টাকা আয় করে সেটি তাদের পরিবারের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য এই বিকাশ অত্যন্ত ভাল একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এই বিকাশের মাধ্যমে তারা খুব সহজে তাদের পরিবারের কাছে টাকা পৌঁছাতে পারে।






আশা করি আমার এই পোষ্টটি পড়ে আপনারা বিকাশ সম্পর্কে সাধারণ ধারণা টুকু পেয়ে গেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url