facebook lite সম্পর্কে সাধারণ ধারণা।General idea about facebook lite.kormopoint
বন্ধুরা আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে জানাবো সেটি হচ্ছে ফেসবুক লাইট সম্পর্কে।
facebook lite সম্পর্কে সাধারণ ধারণা:----------
বন্ধুরা মোবাইল ব্যবহার করি।তারা প্রায় সকলেই ফেসবুক খুব পছন্দ করি। আমরা এই ফেসবুকের মধ্যে আমাদের বিভিন্ন আত্মীয়-স্বজন এর সাথে কথা বলতে পারি। এছাড়াও আমরা আমাদের অনেক বন্ধু বান্ধবের সাথেও খুব ভালো কথা বলতে পারি। আমরা চাইলে তাদের সাথে ভিডিও কলেও কথা বলতে পারি।
এই ফেসবুক চালানোর সময় আমরা সাধারণত সবাই এই সমস্যার সম্মুখীন হই। আর এই সমস্যাটি facebook এর মেমোরি ইস্পেস। আমরা সকলেই জানি যে ফেসবুকের মেমোরি স্পেস খুব বেশি।
এটি ব্যবহার করতে গেলে আমাদের এর প্রয়োজন হয়। এ কারণে আমরা এক জিবি ফোন এর মধ্যে ফেসবুক চালাতে পারি না। ফেসবুক চালানোর সময় আমাদের অনেক রকম সমস্যা হয়।
সাধারণত ফেসবুকের সঙ্গে আমাদের মেসেঞ্জার ও ডাউনলোড করে নিতে হয়। এই মেসেঞ্জার দিয়ে আমরা কথা বলতে পারি। ফেসবুকে আমরা শুধু আমাদের বন্ধু-বান্ধবের আইডিতে ঘুরে বেড়াতে পারি। আমাদের কথা বলার প্রয়োজন হলে আমরা মেসেঞ্জার এর মধ্যে ঢুকে কথা বলি।
এ কারণে দুইটি অ্যাপস এর মধ্যে প্রয়োজন হয় এ কারণে আমাদের ফোনও অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের ফোনের উপরে অনেক বেশি চাপ পড়ে। কারণ আমাদের ফোন মেমোরি স্টোরে যত বেশি ফাঁকা থাকবে আমরা তত বেশি ভালোভাবে আমাকে এর মোবাইল ফোন ব্যবহার করতে পারব।
যদি আমাদের ফোন মেমোরি একদম ফুল থাকে এবং আমরা যদি কোন চাপের কাজ করিতে যাই। তাহলে এটি আমাদের মোবাইলের জন্য একটু ক্ষতিকর হতে পারে। এটি খুব বিপদজনকও হতে পারে আমাদের মোবাইলের জন্য। এছাড়াও যদি আমাদের ফোন মেমোরি বেশি থাকে তাহলে আমাদের ফোনও খুব বিয়ের কাজ করবে।
আমরা ফেসবুক লাইট যে কারনে ব্যবহার করব:--------
আমাদের ফেসবুকের মেমোরি স্পেস অনেকটাই বেশি। আর আমাদের ফেসবুক যদি চালাতে হয় তাহলে আমাদের এই ফেসবুকের ডাউনলোড থাকতে হবে বা ইনস্টল থাকতে হবে। আর যতক্ষণ আমাদের ফোনে এটি ইন্সটল থাকবে ততক্ষণ এটি আমাদের ফোনের অনেকটা জায়গা খেয়ে নেবে।
আর আমরা যদিও ফেসবুক লাইট চালাই তাহলে আমাদের মেমোরী স্পেস খুবই কম নেয়। ফলে আমাদের কোন খুব ভালোভাবে কাজ করে। এটা আমাদের ফোনের জন্য অনেক ভালো একটা অ্যাপস। আমরা চাইলে আমাদের ফেসবুক আইডির এখানে লগইন করে চালাতে পারবো। এটা পুরো ফেসবুক এর মত দেখতে বা একবারেই ফেসবুকের কপি।
আশা করি আমার এই পোস্টটি করে আপনারা ফেসবুক লাইভ সম্পর্কে সাধারণ ধারণা টুকু পেয়ে গেছেন।