ফ্রী ফায়ার এর rang সেকশন সম্পর্কে সাধারণ ধারণা।General idea about the rang section of Free Fire.kormopoint

  বন্ধুরা আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে জানাবো সেটি হচ্ছে ফ্রী ফায়ার এর র‍্যাঙ্ক সেকশন সম্পর্কে।






 ফ্রী ফায়ার এর rang সেকশন সম্পর্কে সাধারণ ধারণা:------------



ফ্রী ফায়ার এর rang সেকশন সম্পর্কে সাধারণ ধারণা।General idea about the rang section of Free Fire.kormopoint




আমরা আমাদের ফ্রি ফায়ার এর এই র‌্যাঙ্ক সেশনটি ।আমাদের স্টার্ট বাটনের দুটি বাটন এর উপরে সেটি একটি চিলের মত আইকন আছে ।সেটিতে ক্লিক করলে আমরা এই সেকশনটিতেও ঢুকতে পারবো।  এই সেকশনটিতে ঢোকার পর আমরা আমাদের দুটিতেই কতদূর রেং গিয়েছে বা আর কতটুকু কয়েন লাগবে আমাদের পরবর্তী র্যাংক পর্যন্ত যেতে তার সব দ্রুতই ।





আমরা যারা ফ্রী ফায়ার খেলি তারা প্রায় সকলের রেঙ্ক ম্যাচ খেলি। আমরা যদি ফ্রী ফায়ার এ ঢুকি তাহলে এই রেঞ্জ ম্যাচই সারাদিন খেলি। সাধারণত আমরা ফ্রি ফায়ার খেলে আমাদের র‍্যাঙ্ক বাড়ানোর জন্যই। আমরা অনেকেই মজা করে ফ্রি ফায়ার খেলি কিন্তু তারাও মজার মধ্য দিয়ে এই  র‍্যাঙ্ক  মাচও খেলে। এই  রেঙ্ক  ম্যাচ  হচ্ছে আমাদের সকলের লেখো প্রিয় একটি ম্যাচ।





 সাধারণত এই  র‍্যাঙ্ক ম্যাচ দুই ধরনের হয়। এটি হচ্ছে বিআর রাংকেট এবং উন্নটি হচ্ছে সিএস র‍্যাঙ্কেট। এই দুইটিতেই আমরা বাড়াতে পারি। কিন্তু এই দুটি ম্যাপ র‍্যাঙ্ক ছাড়াও আরেকটি ম্যাপ আছে। একটি হচ্ছে বারমুডা ম্যাপ এবং উন্নতি হচ্ছে ক্লাসিক স্কট। এই র‍্যাঙ্ক ম্যাচটির ম্যাপ কিন্তু  ওই ম্যাপ গুলোতে কোন র‍্যাঙ্ক বা অন্য কোন লাভ হয় না।







কিন্তু ওই ম্যাচগুলোতে খেললে তেমন একটা ভালো এনিমি মারা খুব সহজ একটা ব্যাপার হয়ে যায়। কারণ সেখানে কোন ভালো ভালো প্লেয়ার দেওয়া হয় না। সেখানে সবগুলো ম্যাচের বেশিরভাগ মেসি আমাদের এনিমি গুলো খুব কম লেভেলের হয় বা খুব খারাপ খেলে। এ কারণে আমরা খুব সহজে ই আমাদের ম্যাচগুলো বিজয় নিয়ে আসতে পারে।






আমরা যদি  একাই এই ম্যাচটি স্টাট দেয় তাহলে আমরা খুব সহজেই এই ম্যাচটি কে একদম বিজয় নিয়ে আসতে পারবো। এছাড়া অনেক এনিমি আমাদেরকে খুব সহজে মারতে পারবে না। আমাদের এই ম্যাপেরই রাঙ্ক মেসেজ একটা করে বুয়া আনতে খুব কষ্ট হয়। এটি আমাদের জন্য খুব কঠিন একটা ব্যাপার হয়ে যায়।






আশা করি আমাদের পোস্টটি পড়ে আপনারা ফ্রী ফায়ার এর রেংক সেকশন সম্পর্কে সাধারণ ধারনা টুকু পেয়ে গেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url