ফ্রী ফায়ার এর ভ্যালিড সেকশন সম্পর্কে সাধারণ ধারণা।General idea about Valid Section of Free Fire.kormopoint
বন্ধুরা আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে জানাবো সেটি হচ্ছে ফ্রী ফায়ার এর ভ্যালিড সেকশন সম্পর্কে।
ফ্রী ফায়ার এর ভ্যালিড সেকশন সম্পর্কে সাধারণ ধারণা:--------
বন্ধুরা আমরা যারা ফ্রি ফায়ার খেলি তারা প্রায় প্রত্যেক দিনই এই সেকশনটির খুব বেশি পরিমাণে ব্যবহার করি। কারণ আমরা সব সময় নতুন কিছু চাইতেই থাকি। এ কারণে আমরা একটি পোশাক নিয়ে বেশিক্ষণ খেললে খুব বোরিং লাগে। আর এই বোরিং মেটানোর জন্য আমরা আমাদের পোশাকটি পরিবর্তন করতে চাই।
আর আমাদের আইডির মধ্যে যতগুলো পোশাক থাকবে সবগুলোই এই সেকশনটির ভিতর থাকবে। আমরা অন্য কোন সেকশন থেকে এটি নিতে পারব না। এই সেকশনটিতে শুধু পোশাকি নয় ।আমাদের আরো অন্যান্য প্রয়োজনীয় জিনিসের স্কিনগুলো আমরা এখানে দেখতে পাই।
এই সেকশনটিতে আমরা আমাদের রিমোট কালেকশন , পোশাকের কালেকশন , প্যারাসুট বা অন্যান্য জিনিসের কালেকশন সহ, আমাদের কতগুলো কার্ড আছে তাও আমরা এখানে দেখতে পারি। যেমন ডায়মন্ড কার্ড। এখানে আমরা আমাদের কতগুলো বক্স ওপেন করতে দিবে সেটাও আমরা খুব সহজেই এখানেই পেতে পারি। চাইলে আমরা এখান থেকে ওপেন করে নিতে পারি।
আমাদের আইডিতে ম্যাজিক টিউব কতগুলো আছে তাও আমরা এখান থেকে দেখতে পারবো। প্রতি সপ্তাহ পরপর এই ম্যাজিক টিউব এর সেকশনটি পরিবর্তন করা হয় এবং নতুন নতুন ব্যান্ডেল গুলো দেওয়া হয় ।সেটি আমরা এই ম্যাসেজগুলো দিয়ে নিতে পারব। আমাদের সকলের কাছেই খুব কমই ম্যাজিক কেউ আছে। কিন্তু ম্যাজিক কিউট দুইবার ফ্রিতে দেওয়া হয়েছিল। এবং সেই দুইবারই ভালো ভালো বান্ডেল গুলো দেওয়া হয়েছিল।
ফ্রী ফায়ার এর সবথেকে রিয়ার বান্ডিল এর মধ্যে জোকার বেন্ডেলের একটি রেয়ার বান্ডিল আর এই ব্যান্ডেল আমাদের শুধু ৪৫ মিনিট খেলার মাধ্যমে দেওয়া হয়েছিল আর এইটিতে আমরা সকলে খুব খুশি হয়েছি। আমরা অনেকেই এই বান্ডেলটি নিতে চেয়েছিলাম। আর এটি অবশেষে আমাদের ফ্রী ফায়ার মধ্যে একদম ফ্রিতে দেয়া হয়েছে।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনারা ফ্রী ফায়ার এর ভ্যালিড সেকশন সম্পর্কে সাধারণ ধারণা টুকু পেয়ে গেছেন ।