free fire এর language সেটিং সম্পর্কে সাধারণ ধারণা।General idea about free fire language setting.kormopoint
বন্ধুরা আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে জানাব সেটি হচ্ছে free fire এর language সেটিং সম্পর্কে।
বন্ধুরা আমরা জারা free five খেলি তারা খুব কম মানুষ এই সেটিং টি ব্যাবহার করে। জারা এই সেটিং ব্যাবহার করে তারা আনেক কিছুই নিজের মতো করে সাজিয়ে নিতে পেরেছেন।এটা আমি আপনাদের কাছে আশা করতেই পারি।কারণ free fire এর সবচেয়ে কম আলোচনা হয় এই সেটিং টি নিয়ে।
কারণ এই সেটিং টি শুধু ভাষা নির্ধারণ করার জন্য ব্যাবহার করা হয়। সাধারণত আমাদের সকলেরই Eanglish ভাষা খুব পছন্দের একটি ভাষা। কিন্তু কিছু কিছু মানুষ আছে। জারা বাংলা ভাষা খুব পছন্দ করে৷ জারা এই ভাষা পছন্দ করে তারা সবসময় বাংলা ভাষায় লেখা পড়তে ভালোবাসি।
কিন্তু কিছু কিছু মানুষ জারা কোনো ফোনের ভাষা।যদি বাংলা ভাষা থাকে।আনেক মানুষ সেই বাংলা ভাষা পড়তে পারি না।কারণ সেখানে সাধু ভাষা লেখা থাকে। আর আমরা আনেকেই সাধু ভাষা খুব কোমই জানি। কারণ আমরা সবাই চলিত ভাষায় কোথা বলি।ফলে এ ভাষা খুব কমই বলা ব পড়া হয়।
এই সেটিং টির মধ্যে আমরা আনেক গুলো দেশের ভাষা দেওয়া আছে। আমরা যে ভাষা চাই সেই ভাষাই দিতে পারি। আপরা সেই ভাষা গুলো দিতে পারি যে গুলো আমরা বুঝতে পাড়ি। কারণ আমরা যে ভাষা বুঝতে পাড়ব না সেই ভাষা পড়তেও পাড়ব না। সেটি আমাদের কাছে খুব কঠিন একটি কাজ।
আশা করি আমার এই পোস্টি পড়ে আপনারা free fire এর language সাটিং সম্পর্কে সাধারণ ধারণা টুকু পেয়ে গেছেন।