Free fire এর মিশা ক্যারেক্টর সম্পর্কে সাধারণ ধারণা। General idea about Misha character of Free fire.
বন্ধুরা আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে জানাবো সেটি হচ্ছে ফ্রী ফায়ারের মিশা ক্যারেক্টার সম্পর্কে।
ফ্রী ফায়ার এর মিশা ক্যারেক্টার সম্পর্কে সাধারণ ধারণা:-------
এই ক্যারেক্টারটি সম্পর্কে আমরা সকলেই খুব কম জানি। ফ্রি ফায়ার এর মধ্যে এটা একটি আনঅ্যাক্টিভিস্কেলের ক্যারেক্টার বা একটি স্কেলে ছাড়া ক্যারেক্টার। এই ক্যারেক্টারটি দ্বারা আমরা ফ্রি ফায়ার এর বারমুডা বিয়ার রাঙ্কের মোড়ের বিভিন্ন গাড়ির শক্তি পাব। এই ক্যারেক্টার কে বর্তমানে ফ্রিতে পাওয়া যাচ্ছে। শুধু এই ক্যারেক্টারটি নয় ফ্রি ফায়ার এর সকল ক্যারেক্টার বর্তমানে ফ্রিতে পাওয়া যাচ্ছে কোন প্রকার ডায়মন্ড খরচ ছাড়া।
ফ্রী ফায়ার এ নতুন একটি লিঙ্ক নামের অপশন এড করা হয়েছে। এই অপশনটিতে আমরা চাপ দিলে বিভিন্ন ক্যারেক্টার আমাদের সামনে চলে আসে। আমরা সেখান থেকে আমাদের পছন্দমত যে ক্যারেক্টটা নিতে চাই সে ক্যারেক্টারটি সিলেক্ট করে নিতে পারি। আমরা এই লিঙ্ক অপশনটি ফ্রি ফায়ার এর ক্যারেক্টার সেকশনে গেলে উপরে ডান দিকে খুব সহজেই পেয়ে যাব। যদি আপনার এটা না আসে তাহলে একটু অপেক্ষা করবেন এটি আপনার নেটওয়ার্ক কানেকশনের জন্য হতে পারে।
এই লিংক অপশনটি থেকে আমরা যদি কোন ক্যারেক্টার নিতে চাই তাহলে আমাদের ১৩৫০০ করে কয়েন করতে হবে। এই কয়েন করতে অনেক দেরি হয় প্রায় সাত থেকে আট দিন বা ১০ দিন। এই কয়েনগুলো আমরা প্রত্যেকদিন খেলার মাধ্যমে পাই আমরা প্রত্যেকদিন দুই থেকে আড়াই হাজারের মতো কয়েন জড়ো করতে পারি। এছাড়া আমরা আমাদের ফ্রী ফায়ারের গোল্ডেন কয়েন বা গোল্ড এর মাধ্যমে 100 করে এই কয়েন কিনতে পারি।
এটি গোল্ডেন কয়েনের মাধ্যমে নেওয়ার সময় প্রথমে আমাদের কাছে ২০০ গোল্ড চাইবে। প্রত্যেকবার 100 করে আমাদের ক্যারেক্টার কয়েন দেওয়া হবে। দ্বিতীয়বার ৪০0 কয়েন লাগবে তারপর ৬০০ কয়েন লাগবে তারপরে একহাজার কয়েন লাগবে তারপরে ১৫০০ কয়েন লাগবে এবং তারপর আর আমরা কোন কয়েন কিনে নিতে পারবো না।
ফ্রী ফায়ারের মিশা ক্যারেক্টারে সত্যি গুলো হলো:-----
আমরা যখন বিযর ব্যাংকের মড খেলি তখন আমরা গাড়ি অবশ্যই একবারের জন্য হলেও নেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। আর এই মিশা ক্যারেক্টার এর শক্তি হচ্ছে এই গাড়ি নিয়ে।
আমরা যখন গাড়ি চালাবো তখন কোন এনিমে যদি আমাদের গুলি করে তাহলে আমাদের শরীরের খুব সহজে লাগবে না। এবং যদি শরীরে লাগেও তাহলে ড্যামেজ একটু কম হবে। মাঝেমধ্যে আমাদের গাড়ি ফাটিয়ে দেওয়া হয়। এই ক্যারেক্টারটি ব্যবহার করার ফলে খুব সহজে আমাদের গাড়িও নষ্ট হয়ে যাবে না।
আশা করি আমার এ পোস্টটি পড়ে আপনারা ফ্রি ফায়ারের মিশা ক্যারেক্টার সম্পর্কে সাধারণ ধারণা পেয়ে গেছেন।