Free fire এর ক্রোনো ক্যারেক্টর সম্পর্কে সাধারণ ধারণা। General idea about chrono character of free fire.
বন্ধুরা আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে জানাবো সেটি হচ্ছে ফ্রি ফায়ার এর ক্রোনো ক্যারেক্টার সম্পর্কে।
ক্রোন ক্যারেক্টার সম্পর্কে সাধারণ ধারণা:-----
আমরা যারা ফ্রী ফায়ার খেলি তারা সকলেই এই ক্যারেক্টার টির নাম শুনেছি। বা অনেকেই এই ক্যারেক্টারটি ডায়মন্ড দিয়ে নিয়েছিলেন। তখনকার যুগে এই পুরনো ক্যারেক্টারটি ফ্রী ফায়ার এর সবথেকে বেস্ট এবং পারফিউল ক্যারেটের মধ্যে এক নাম্বারে ছিল। এই ক্যারেক্টারটির এত বেশি পাওয়ার হওয়ার জন্য বিভিন্ন প্লেয়ার ফ্রী ফায়ার খেলা ছেড়ে দিতে চেয়েছিল। কিন্তু পরে ফ্রি ফায়ারের মালিকের কাছে আবেদন পাঠানোর পর তারা এই ক্যারেক্টারটির সক্তি কমিয়ে দেন।
এই ক্রোনো ক্যারেক্টার টি র শক্তিগুলো হল:---------
ফ্রী ফায়ার এর বিভিন্ন ক্যারেক্টারে বিভিন্ন শক্তি বা পাওয়ার থাকেন। ঠিক তেমনি এই ক্রোন ক্যারেক্টার টির মধ্যেও একটি পাওয়ার আছে বা শক্তি আছে। এই ক্যারেক্টারটির সত্যি হচ্ছে আমরা যখন এই ক্যারেক্টারটির এবিলিটি তে চাপ দিব। তখন এ আমাদের চারপাশে একটি নীল রঙের দেয়াল তৈরি করে দেবে ।আর সেটির আকার হবে গোলাকার। এটি তৈরি হওয়ার পর কোন এনি মেয়ে আমাদের বাইরে থেকে কোন প্রকার ড্যামেজ দিতে পারত না।
কিন্তু আমরা ভেতর থেকে প্রায় সবগুলো এনিমি কে মারতে পারতাম। কিন্তু এই ক্যারেক্টারটিও সত্যি এখন এতই কম যে এই ক্যারেক্টার টির ভিতর থেকে বাইরে ফায়ার করা যায় না। এবং বাহির থেকেও ভিত
রে কোন প্রকার গুলি ঢুকবে না। এখন এই ক্যাটার শুধু মাঘ মাঠে যাওয়ার জন্য এবং নেট ঠিক করার জন্য গ্লোবাল এর বদলে ব্যবহার করার জন্য। এজন্য বর্তমানে এই ক্যারেক্টারটি সবথেকে নিচে আছে।
বর্তমানে ফ্রী ফায়ারের সকল ক্যারেক্টার এই ফ্রি পাওয়া যাচ্ছে। লিংক অপশনটিতে। এই অপশনটি আমরা ফ্রি ফায়ারের ক্যারেক্টার সেকশনে ঢুকলে উপরে ডান দিকে পেয়ে যেতে পারি সেখানে নিচে লেখা আছে লিংক। সেখানে চাপ দেওয়ার পর আমরা যেকোন ক্যারেক্টার সিলেক্ট করে নিতে পারি। কিন্তু একটি করে ক্যারেস্টার নিতে প্রায় সাত থেকে দশ দিন এর মত সময় লাগবে।
কারণ এই লিংকটি পুরা করতে ১৩ হাজার ৫০০ কয়েন লাগবে। প্রত্যেকদিন আমরা খেলে খেলে দুই থেকে তিন হাজারের মতো কয়েন পেয়ে যেতে পারি। এরকম করেই আমরা ফ্রি ফায়ারের সকল ক্যারেক্টারগুলো ফ্রিতে নিতে পারি। আমরা প্রত্যেক ক্যারেক্টারি নিতে পারি। যেগুলো আমাদের ডায়মন্ডে নিতে হতো সেটাও আমরা ফ্রিতে পেয়ে যাব।
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনারা এই ক্রোনো ক্যারেক্টার সম্পর্কে সাধারণ ধারণা টুকু পেয়ে গেছেন।